ঝিনাইদহে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন পুলিশ সুপার
\ স্টাফ রিপোর্টার ঝিনাইদহ \
ঝিনাইদহে মহান বিজয় দিবস উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে ঝিনাইদহ পুলিশ লাইনস-এর সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার আজিম-উল-আহসান। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম অ্যান্ড অপস) মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মুন্না বিশ^াস, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন, আরআইসহ সকল থানার অফিসার ইনচার্জগণ। এসময় জেলার ৩৯ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাসহ ৫৭ জন পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।