‘টাইটানিক’ এর গায়িকা সেলিন ডিওন বিরল রোগে ভুগছেন

Share Now..

‘মাই হার্ট উইল গো অন’ গানটি শুনলে এখনো নব্বই দশকের বেশির ভাগ শ্রোতার হৃদয়ে নাড়া দেবে। বিখ্যাত ‘টাইটানিক’ সিনেমার জনপ্রিয় এ গানটির গায়িকা সেলিন ডিওন প্রায় এক বছর থেকে বিরল স্নায়ুরোগে ভুগছেন। এই রোগটির নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সেলিন ডিওনের বোন ক্লডেট ডিওন জানান, নিয়ম মেনে জীবনযাপন করেও ওই বিরল রোগের হাত থেকে রেহাই পাননি সেলিন। 

তিনি আরও বলেন, ‘সেলিন কোনো দিন অনিয়ম করেনি। আমাদের মা বলতেন, যা করবে, মন দিয়ে করবে, তাতে নিজের সবটুকু উজাড় করে দেবে। সেলিন চিরকাল সেই কথাই শুনে এসেছে। ওকে এভাবে দেখে ভীষণ কষ্ট হয়।’

মঞ্চে গান গাওয়া নিয়ে ক্লডেট ডিওন বলেন, ‘আমরা নিজেরাও অনিশ্চিত এই বিষয়টা নিয়ে। তবে আমরা আশাবাদী ও খুব শিগগির মঞ্চে দর্শকদের সামনে হাজির হবেন।’

অসুস্থতার কারণে একাধিক লাইভ কনসার্টও তাকে বাতিল করতে হয়েছিল। রোগ ধরা পড়ার পর থেকেই চিকিৎসাধীন হলিউডের জনপ্রিয় এই গায়িকা। তবে বছরখানেক চিকিৎসার পরেও তেমন কোনো উন্নতি হয়নি গায়িকার শারীরিক অবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *