‘সাঁতাও’ ছবির অনন্য অর্জন!

Share Now..

এরইমধ্যে ঝুলিতে বেশ কয়েকটি দেশি-বিদেশি পুরস্কার ঘরে তুলেছে গণঅর্থায়নে নির্মিত নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের ২১তম আসরে বাংলাদেশ প্যানারোমা বিভাগে ফিপ্রেসি অ্যাওয়ার্ড জিতেছিল ‘সাঁতাও’। এছাড়াও নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেয়েছে সিনেমাটি। 

পাশাপাশি ভারতের দ্বিতীয় ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় মনোনীত হওয়াসহ রাশিয়ার ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উত্সবে মনোনীত হয় সাঁতাও। সিনেমাটি জলবায়ু পরিবেশ, সর্বোপরি মাতৃত্বের গল্প বলে। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’।

এবার সিনেমাটির পালে নতুন অর্জনের হাওয়া লাগল। গত বুধবার মধ্যরাত থেকে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিনেমাটি।

নির্মাতা খন্দকার সুমন বলেন, ‘এটা একটা বড় অর্জন। সিনেমাটি আমি হারাতে দিইনি। দর্শক দেখতে চায়। তাই এখন আমাজন প্রাইমে দেখা যাচ্ছে। সামনে আরও কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখা যাবে। সেই বিষয়ে কথা হচ্ছে।’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। এছাড়া আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *