রামুতে দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে চালক আহত
কক্সবাজারের রামুতে দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু-মরিচ্যা আরাকান সড়কের অফিসের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত চালকদের পরিচয়- অফিসের চর এলাকার মৃত আইয়ূব আলীর ছেলে আনোয়ার হোসেন প্রকাশ কালু (৩০) ও অন্যজন রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়া ছাগলীয়া কাটা এলাকার আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ জনি (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শীকলঘাটের দিকে যাওয়া বালি বোঝাই করা একটি ডাম্পার ও উল্টো দিক থেকে রামু-তেমুহনি স্টেশনের দিকে আসা দ্রুতগামী একটি খালি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালি বোঝাই ডাম্পারটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় দুজন ডাম্পার চালক আহত হন। এর মধ্যে কালুর অবস্থা আশঙ্কাজনক।
রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, খবর পেয়ে রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।