‘এইখান থেকেই অনেকগুলো সাকিব-তামিম-মুশফিক বের হবে’

Share Now..

নেই দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, নেই দেশ সেরা ওপেনার তামিম ইকবালসহ তারকা পেসার তাসকিন আহমেদ কিংবা এবাদত হোসেনরা। তারপরও বিদেশের মাটিতে ভয়ডরহীন দল। দলের বেশির ভাগই তরুণ ক্রিকেটার হাতে গোনা কয়েক জনেরই রয়েছে নিউজিল্যান্ডের মাটিতে খেলার অভিজ্ঞতা। তবে সেসব ভাবার সময় নেই, যে যেভাবে পারছেন নিজের জায়গা থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে দলের জন্য অবদান রাখছেন। 

আর তাদেই স্বাগতিকরা নাস্তানাবুদ। গতকাল নেপিয়ারে তরুণ টাইগাররা এক কথায় দাপট দেখিয়েই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইতিহাস গড়া জয় তুলে নিয়েছে। আর এই জয়ের পরই মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন তার অনুভূতি। বললেন এমন করেই খেলা উচিত। শুধু তাই নয় এই তরুণদের মধ্যেই ভবিষ্যতের সাকিব-তামিমদের দেখছেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই সাকিব আল হাসান চোট পেয়ে দলের বাইরে থাকায় টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন তরুণ টপ ওর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। আর তার অধীনে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার। আর এমনটি সব দেশেই হয় বলে জানান আকরাম খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাতো প্রতিটা দেশে হয়, যে অনেক ভালো ভালো খেলোয়াড় আসে যায়। আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে এবং আমাদের বিশ্বাস রাখতে হবে।’ 

এসময় তরুণদের পারফরম্যান্স খারাপ হলেও ধৈর্য ধরতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের ধৈর্য খুবই কম, সবারই। আমরা একটা দুটো ম্যাচ হেরে গেলেই খেলোয়াড়দের ওপর ধৈর্য হারিয়ে ফেলি। তো এদের (তরুণদের) প্রতি বিশ্বাস রাখতে হবে, দেখবেন এই দলটাই একটা শক্তিশালী রূপ নিবে। এইখান থেকেই অনেক গুলো সাকিব-তামিম-মুশফিক বের হবে। তাদের মতই পারফর্ম করবে।’ 

নিউজিল্যান্ডের মাটিতে গতকালকের আগ অবদি স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে একটি জয়ও ছিলো না টাইগারদের ঝুলিতে। তবে এবারের সফরের তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে এখন সিরিজ জয়ের দিয়েই লক্ষ্য রেখেছে খেলোয়াড়রা। বুধবার জয়ের পর এমনটি জানিয়েছে টাইগার অধিনায়ক শান্ত ও ম্যাচ সেরা হওয়া শেখ মাহেদী। খেলোয়াড়দের মত সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন আকরাম খান, আর যদি তা হয়ে যায় তাহলে এটা দলের দারুণ প্রাপ্তি হবে। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানসিক ভাবে আমরা এই সিরিজে এগিয়ে আছি এবং টি-টোয়েন্টিতে যদি সিরিজ জিতে আসতে পারি আমরা। তাহলে এটি আমাদের জন্য বড় প্রাপ্তি হবে।’ বিষয়টি আরেকটু ব্যাখ্যা করে বলেন, ‘নিউজিল্যান্ডে কিন্তু অনেক বড় বড় দলরা গিয়ে কিন্তু ভালো পারফরম্যান্স করতে পারে না। তো বিশ্বকাপে আমাদের এত বাজে একটা পারফরম্যান্সের পর খুব ভালো একটা প্রাপ্তি হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *