দাপুটে জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার 

Share Now..

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। পার্থ টেস্ট জয়ের পর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অধিনায়ক প্যাট কামিন্সের বোলিং তোপে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়েছে অজিরা।

টস হেরে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৩১৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৬৪ রানে অলআউট হয় পাকিস্তান। ৫৬ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মিচেল মার্শ ও স্টিভেন স্মিথের ব্যাটে ভর করে ২৬২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। মার্শ ৯৬ ও স্মিথ ৫০ রান করেন। ৩১৬ রানের লিড পায় অস্ট্রেলিয়া।

৩১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৪৯ রানে জোড়া উইকেট হারায় পাকিস্তান। এরপর শান মাসুদ ও বাবর আজম মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।

৬১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। মাসুদ ৬০ ও বাবর ৪১ রানে আউট হলে ধ্বস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনে।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৩৭ রানে অলআউট হয় পাকিস্তান। অস্ট্রেলিয়ার পক্ষে অধিনায়ক প্যাট কামিন্স ৫টি ও মিচেল স্টার্ক নেন ৪টি উইকেট। ৭৯ রানের জয়ে এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ নিজেদের করে নেয় অজিরা।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *