ভারত সফর শেষে দেশে ফিরেছে অংকুর নাট্য একাডেমি

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ভারত সফর শেষে দেশে ফিরলেন ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমির সদস্যরা। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গত ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন চারটি নাট্য উৎসবে যোগদান শেষে গতকাল রোববার দেশে ফিরে আসেন তারা। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ ডিসেম্বর কৃষ্ণনগর জীবনের ঐক্যতান এর আয়োজনে নাট্য স¤্রাজ্ঞী বিনোদিনী আন্তর্জাতিক নাট্য উৎসবে অংকুর ঝিনাইদহের নাটক “রসভঙ্গ” মঞ্চায়ন করা হয়। নাটকটির দলনেতা ছিলেন জয়নাল আবেদীন। নাটক “রসভঙ্গ” ইন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়ের রচনায় ও মোঃ নাজিম উদ্দীন জুলিয়াসের দিক নির্দেশনায় অভিনয় করেন খাদিজাতুল ইসলাম রোজ, খসরুজ্জামান বাবু, ওহিদুজ্জামান অনিক, মোঃ রাশেদ, কে.এম. আবদুল্লাহ্ আল মামুন তনু, মীর আব্দুল মান্নান (মিউজিক ও লাইট), সালিমা খানম (রুপসজ্জা), মো: হাফিজুর রহমান (কর্মকর্তা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *