ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনায় ১৬২ জন আক্রান্ত, মৃত্যু ১০ জন
Share Now..
স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ১৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এসময় মৃত্যু হয়েছে ১০ জনের। আক্রান্তদের
মধ্যে সদরে ৪৯ জন, শৈলকুপা ২৮ জন, হরিণাকুন্ডুতে ১৮ জন, কালিগঞ্জে ১৯ জন, কোটচাদপুরে ৩২জন ও
মহেশপুরে ১৬জন। ঝিনাইদহ সিভিল সারজন ডাঃ সেলিনা বেগম জানান, ২৪ ঘন্টায় ১৬২ জন আক্রান্ত হয়েছে। এ
নিয়ে জেলায মোট আক্রান্ত ৫৪৮২ জন। মোট মৃত্যু ৮৯ জন।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ হারুন আর রশিদ জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৮৯ জন
রোগি ভরতি আছে। প্রতিদিন করোনা রোগির চাপ বাড়ছে।সামাল দিতে কষ্ট হচ্ছে।