করোনা কেড়ে নিলো ইবি শিক্ষার্থীর প্রাণ

Share Now..


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শিব্বির আহমেদ ফেরদৌস নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার (৯ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী।
তিনি বলেন, ‘শিব্বির খুবই মেধাবী ছাত্র ছিল। তার মাস্টার্সের এক সেমিস্টার পরীক্ষা হয়েছে আরো একটি সেমিস্টার বাকি ছিল। করোনায় তার এই অকাল মৃত্যু খুবই দুঃখজনক। মেধাবী এ শিক্ষার্থীর মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’
সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা যায়, শিব্বির আহমেদের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি কুষ্টিয়া শহরের লাহিনী পাড়ার এক মসজিদে ইমামতি করতেন। ১৫ দিন আগে জ্বর, সর্দিসহ একাধিক উপসর্গ শরীরে দেখা যায়। অবস্থার পরিবর্তন না হলে তার ছোট ভাই কুষ্টিয়াতে এসে তার গ্রামের বাড়ি বেলকুচির শেরনগর নিয়ে যান।
পরে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে গত শুক্রবার (২ জুলাই) তাকে ঢামেকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারে মা, এক ভাই ও তিন বোন রয়েছে। কিছুদিন আগে বাবা মারা গেছেন। তার মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শিব্বির আহমেদের সহপাঠী খাইরুল ইসলাম বলেন, ‘আমরা একজন সদালাপী, পরহেজগার, মেধাবী ও চরিত্রবান বন্ধুকে হারালাম। শিব্বিরের মৃত্যু আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
এদিকে শিব্বিরের জানাযার নামাজ আজ শনিবার (১০ জুলাই) সকাল ৮ টায় তার গ্রামের বাড়ি শেরনগরে সম্পন্ন হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *