শাকিবের পর এবার দেবের নায়িকা ইধিকা
ঢালিউড সুপারস্টার শাকিব খানের পর এবার টলিউড সুপারস্টার দেবের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী ইধিকা পাল। জল্পনার অবসান করে নতুন বছরে এমন চমকই দিলেন ইধিকা।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, নির্মাতা সুজিত দত্ত ওরফে রিনোর আগামী সিনেমা ‘খাদান’-এ জুটি বাঁধবেন দেব-ইধিকা। বছর শেষে শাকিবের সঙ্গে স্টেজ শো-এর পারফর্ম করতে আসামে গিয়েছিলেন অভিনেত্রী। তার মাঝেই এসেছে সুখবর।
দেবের নায়িকা হওয়ার সুযোগ নিসঃন্দেহে বড় প্রাপ্তি ইধিকার।
এসম্পর্কে ইধিকার বলেন, ‘খুব ভাল লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই আগের মতো এ বারেও যেন দর্শক আমার পাশে থাকেন।’
যদিও ‘খাদান’-এর আগে টালিউডে আরও একটি সিনেমার শ্যুটিং করেছেন ইধিকা। যেখানে তার নায়ক সোহম চক্রবর্তী। নানান জটিলতায় আপতত আটকে আছে সেই সিনেমার বাকি কাজ।
খাদান-এ কয়লা মাফিয়ার চরিত্রে অভিনয় করবেন দেব। সিনেমার ফার্স্ট লুক মোশন পোস্টারে কুঠার হাতে দেখা মিলেছে সুপারস্টারের।