সিরাজের বোলিং তোপে ৫৫ রানেই শেষ দক্ষিণ আফ্রিকা
Share Now..
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে লজ্জায় ফেলেছে ভারত। কেপ টাউট টেস্ট ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা। একাই নিয়েছে ৬ উইকেট।
বুধবার (৩ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। স্কোরবোর্ডে মাত্র ৩৪ রান যোগ করতেই হাফ ডজন ব্যাটারকে হারায় দক্ষিণ আফ্রিকা।
শুরুর ছয় ব্যাটারের ৫ জনকেই সাজঘরে ফেরান সিরাজ। এরপর আর মাত্র ২১ রান যোগ করতে আরও চার উইকেট হারিয়ে ২৩ ওভার ২ বলে মাত্র ৫৫ রানে অলআউট হয় ভারত।
দলের পক্ষে মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করে। ডেভিড বেডিংহাম ১৭ বলে ১২ ও কাইল ভেরেইন ৩০ বলে ১৫ রান করেন। সিরাজ ৬টি ও বুমরাহ-মুকেশ নেন ২টি করে উইকেট।