ব্রাজিলকে শুধুমাত্র ধন্যবাদ জানালেন আনচেলত্তি

Share Now..

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর দায়িত্ব ছাড়েন প্রধান কোচ তিতে। স্থায়ী কোচ নিয়োগ না দিয়ে অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে কাজ চালাচ্ছিলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের (সিবিএফ) মূল লক্ষ্য ছিল রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে ডেরায় ভেড়ানো। গুঞ্জন ছিল  নতুন বছরে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন এই ইতালিয়ান কোচ। তবে সব জল্পনায় পানি ঢেলে ২০২৬ রিয়ালের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন আনচেলত্তি।

নতুন বছরে লা লিগার ম্যাচের আগে আনচেলত্তি স্বীকার করেছেন তার সঙ্গে  আলাপ চলছিল সিবিএফের। প্রস্তাব দেওয়ায় ব্রাজিলকে ধন্যবাদ জানিয়ে আনচেলত্তি বলেন, ‘সবাই জানেন ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আমার যোগাযোগ হচ্ছিলো। আমার প্রতি আকর্ষণ ও আগ্রহ দেখানোয় আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।’

রিয়ালেই থাকতে চান উল্লেখ করে রিয়াল বস আরও বলেন, ‘২০২৬ সালে ফলের উপর নির্ভর করে আমি এখানে (রিয়ালে) হয়তো আরও থাকব। আমি মাদ্রিদের কোচ হতে চেয়েছি। আমি আশা করছি ২০২৭ ও ২০২৮ সালেও চালিয়ে যাব কারণ আমি এখানে থাকতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *