ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ছাত্রলীগের হামলা, ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কাউতলীর স্টেডিয়াম মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে শহরের টেংকের পাড় থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের কুমারশীল মোড়, হাসপাতাল রোড, কোর্ট রোড, টি. এ রোড এলাকা হয়ে স্টেডিয়াম এলাকায় যায়। এ সময় মিছিল থেকে কতিপয় উচ্ছশৃখল ছাত্রলীগের কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র (কাঁচি) মার্কার কেন্দ্রীয় নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসকে লক্ষ্য করে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে অফিসে থাকা লোকজন আতঙ্কিত হয়ে কলাপসিবল গেইট ও শাটার লাগিয়ে আত্মরক্ষা করেন। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট শেখ ওমর ফারুক বলেন, ছাত্রলীগের মিছিল থেকে এই হামলা হয়েছে। দ্রুতই জেলা রিটানিং কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হবে।
সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। আর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করেছে এমন তথ্য আমার কাছে নেই।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলার কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
In addition, I had a wonderful time with that. In spite of the fact that both the narration and the images are of a very high level, you realise that you are anxiously expecting what will happen next. Regardless of whether you choose to defend this stroll or not, it will be essentially the same every time.