টেনিসে সহকারী রেফারি হলেন মাসফিয়া

Share Now..

আন্তর্জাতিক টেনিস ফেডারেশন এবারই প্রথম বাংলাদেশের কোনো নারী সহকারী টেনিস রেফারিকে আন্তর্জাতিক অঙ্গনে খেলা পারিচালনার অনুমতি দিয়েছে। ৬-১২ জানুয়ারি দিল্লিতে এবং ১৩-১৯ জানুয়ারি কলকাতায় আন্তর্জাতিক জুনিয়র টেনিসে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মাসফিয়া আফরিন। 

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৩-২৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ভারতের সিলভার বেজ রেফারি ও আইটিএফ সার্টিফাইড টিউটর অভিষেক মুখার্জীর তত্ত্বাবধানে ন্যাশনাল লেভেল অফিশিয়েটিং স্কুলের আয়োজন করা হয়েছিল। অফিশিয়েটিং স্কুলে অংশগ্রহণকারী ২২ জন অফিশিয়ালের মধ্যে টপ স্কোরার ছিলেন মাসফিয়া আফরিন। 

তিনি আইটিএফের অফিশিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার সুযোগ দিয়েছে। বাংলাদেশ টেনিস ফেডারেশন জানিয়েছে, মাসফিয়া আফরিনের অংশগ্রহণের মাধ্যমে বিদেশে বাংলাদেশের নারী রেফারির দ্বার উন্মোচিত হয়েছে। মাসফিয়া আফরিন গতকাল ভারতে পৌঁছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *