বাংলাদেশে পাকিস্তানের ‘গণহত্যা’ স্বীকৃতি দিতে কাশ্মিরি নেতার আহ্বান

Share Now..

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের ‘গণহত্যা’কে স্বীকৃতি দিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কাশ্মিরের নেতা সরদার শওকত আলী কাশ্মিরি। জেনেভায় জাতিসংঘের অফিসের সামনে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক বিক্ষোভে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে এশিয়ান লাইটস।

ইউনাইটেড কাশ্মির পিপলস ন্যাশনাল পার্টির (ইউকেপিএনপি) চেয়ারম্যান শওকত আলী বলেন, ১৯৭১ সালে যুদ্ধাপরাধের জন্য ইসলামাবাদকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এ সময় একাত্তরের গণহত্যার ভিকটিমদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি।

পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতি দিতে বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার উচিয়ে ধরে। সেগুলোতে লেখা, ‘একাত্তরের বাংলাদেশে গণহত্যা স্বীকৃতি’।

আরেকটিতে লেখা, ‘বাংলাদেশ গণহত্যা, ৩ মিলিয়ন মানুষ নিহত, ২২ হাজার নারী ধর্ষণ ও ১০ মিলিয়ন শরণার্থী’।

শওকত আলী বলেন, পাকিস্তানি সেনাবাহিনী বাংলার অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে এবং গণহত্যা চালিয়েছে।

১৯৭১ সালের যুদ্ধাপরাধ এবং বাংলাদেশের অনুষ্ঠিত গণহত্যার স্বীকৃতি আদায়ের জন্য জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাতে আমরা এখানে এসেছি। পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে তাদের দাঁড়াতে হবে, যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *