‘ওপেনহেইমার’এর কাছে হেরে গেলো ‘বার্বি’

Share Now..

অস্কারের পর বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র বিষয়ক অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। ৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে বসেছিল গোল্ডেন গ্লোবের ৮১তম আসর। ‘বার্বি’কে হারিয়ে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘ওপেনহেইমার’। 

অস্কারের পর বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র বিষয়ক অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। ৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে বসেছিল গোল্ডেন গ্লোবের ৮১তম আসর। ‘বার্বি’কে হারিয়ে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘ওপেনহেইমার’। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গোল্ডেন গ্লোবের ৮১তম আসরে লাল কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে বিশ্বের সব বড় তারকাদের। এদিন উপস্থিত ছিলেন মার্গট রবি, লিওনার্দো ডিক্যাপ্রিও, মেরিল স্ট্রিপ, ফ্লোরেন্স পুগ, অ্যাঞ্জেলা ব্যাসেট, টেলর সুইফ্ট, ডুয়া লিপা এবং আরও অনেক তারকা।

সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া দু’টি ছবি ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’, ৮টি বিভাগে মনোনয়ন ছিল সিনেমাটি।

অন্যদিকে, গতবছর একই সময়ে মুক্তি পাওয়া ‘বার্বি’ নিয়েছে সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট-এর পুরস্কার।

‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লিলি গ্ল্যাডস্টোন।

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে টিভি ক্যাটাগরিতে রাজত্ব করেছে ‘সাকসেশন’-এর চতুর্থ ও চূড়ান্ত সিজন। সেরা টেলিভিশন ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘সাকসেশন।’ 

এই সিরিজের জন্য টিভি ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন রোমান রায় এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সারাহ স্নুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *