মাত্র ৪ ম্যাচেই টেস্টকে বিদায় জানালেন ক্লাসেন

Share Now..

সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেন। ২০১৯ সালে টেস্ট অভিষেক হয় এই ব্যাটারের। এরপর গত পাঁচ বছরে মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছেন ক্লাসেন। লাল বলের ক্রিকেট ছাড়লেও সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এক বিবৃতিতে ক্লাসেন বলেন, ‘সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না, সেটা ভেবে কয়েকটি নির্ঘুম রাত কাটানোর পর আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত, কারণ ক্রিকেটে বেশ বড় ব্যবধানে এটি আমার সবচেয়ে প্রিয় সংস্করণ।’

ক্রিকেট ক্যারিয়ারে পাওয়া ব্যাগি টেস্ট ক্যাপটিই সবচেয়ে মূল্যবান উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি, সেগুলোই আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। দারুণ একটি ভ্রমণ ছিল এবং আমি দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। যেগুলো পেয়েছি, এর মধ্যে আমার ব্যাগি টেস্ট ক্যাপটিই সবচেয়ে মূল্যবান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *