সাকিব-মাশরাফিকে সংবর্ধনার পরিকল্পনা বিসিবির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন দেশের ক্রিকেটের বড় দুই তারকা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। দুই দেশ সেরা তারকা ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
নড়াইল-২ আসন থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েই বাজিমাত করেছেন বর্তমান অধিনায়ক সাকিব। মাগুরা-১ আসন থেকে বিশাল ব্যবধানে জয় পান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এই দুই তারকা ক্রিকেটারকে অভিনন্দন জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা দুজনকেই স্বাগত জানাই। এখন হয়তো তাদের খেলা আছে। তবে একটা পর্যায়ে তারা খেলা ছেড়ে দেবে। সাকিবও হয়তো কয়েক বছরের মধ্যে খেলা ছেড়ে দেবে। তখন আমার মনে হয়, তারা পূর্ণ সময় দিয়ে নিজের এলাকার জন্য, দেশের জন্য কাজ করবে এবং ভালোই করবে। আমার মনে হয়, তারা এই সিদ্ধান্ত যে নিয়েছে, খুব ভালো সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনও (সংবর্ধনা দেওয়ার ব্যাপারে) চিন্তাভাবনা করিনি। হয়তো সামনে যে বোর্ড সভা আছে, তখনই, অবশ্যই তাদের (মাশরাফি ও সাকিব) সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে কী করব, সেটা এখনই বলতে পারছি না।’