রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় চাইলেন অর্থমন্ত্রী
Share Now..
রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। রাতারাতি সব সংকট দূর হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
রোববার (১৪ জানুয়ারি) এবারের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সচিবালয়ে প্রথম কর্মদিবসে কাজ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, ‘পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘অর্থ পাচার রোধে কাজ করা হবে। টাকার মূল্য কমে গেছে। সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়। অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দিন।’