রেকর্ডে শেষ, আইনে শুরু!

Share Now..

একাধিক সিনেমার সাফল্য বলিউডের পালে নতুন হাওয়া লাগিয়েছে। নতুন করে ঘুরে দাঁড়িয়েছে ধুঁকতে থাকা ইন্ডাস্ট্রিটি। তবে নতুন বছরের শুরুতেই আইনি ঝামেলায় পড়তে হয়েছে একাধিক সিনেমা এবং শিল্পী-কলাকুশলীকে। সেই তালিকায় ক’দিন আগে জায়গা করে নিয়েছেন দক্ষিণী জনপ্রিয় তারকা নয়নতারা।

গত বছরের শেষ দিকে সুপারস্টার শাহরুখের সঙ্গে ‘জওয়ান’ দিয়ে বাজিমাত করেন তিনি। তবে সেই রেশ কাটতে না কাটতেই মুদ্রার উল্টোপিঠ দেখতে হচ্ছে তাকে। একের পর এক মামলায় জর্জরিত হচ্ছেন তিনি। প্রায় হাফ ডজন অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় নিলেশ কৃষ্ণা পরিচালিত নয়নতারার ‘অন্নপুরাণী : দ্য গডেস অব ফুড’।

সিনেমাটি মুক্তির পর সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিতও হয়। তবে গত ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর বেশিসংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে পড়ে সিনেমাটি। বিতর্কটা শুরু হয় এরপরই। দর্শকের একাংশ সিনেমাটির নির্মাতা-শিল্পীদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনেছেন। তাদের বক্তব্য, সিনেমাটিতে আপত্তি করার মতো অনেক বিষয়ই আছে। কারণ এখানে ‘লাভ জিহাদ’কে উসকে দেওয়া হয়েছে।

এছাড়া রামকে আমিষভোজী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমন নানা বির্তকের মাঝে নেটফ্লিক্স সিনেমাটি সরিয়ে নিয়ে ক্ষমা চাইলেও রেহাই পাচ্ছে না সংশ্লিষ্টরা। থানায় অভিযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও নেতিবাচক নানা মন্তব্য এবং ট্রলের শিকার হতে হচ্ছে। যা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন নয়নতারা।

অন্যদিকে নয়নতারার মতোই ভাগ্য বরণ করতে হচ্ছে বছরের শেষে মুক্তি পাওয়া হাজার কোটি ব্যবসা করা ‘অ্যানিমেল’ সিনেমাটিকে। শোনা গিয়েছিল, আগামী ২৬ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি। অথচ ছবিটির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান সিনে ওয়ান স্টুডিওস লিমিটেডই আটকে দিলো সিনেমাটির মুক্তি! ওটিটি ও স্যাটেলাইট মুক্তি আটকাতে এরইমধ্যে দিল্লি হাইকোর্টে ‘অ্যানিমেল’ সিনেমার মূল প্রযোজক টি-সিরিজের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি।

সিনে ওয়ানের দাবি, দুটি প্রযোজনা সংস্থার মধ্যে লভ্যাংশ ভাগাভাগি নিয়ে চুক্তি হয়েছিল। কিন্তু টি-সিরিজ এখনো তাদের কোনো অর্থ দেয়নি। এমনকি সিনেমার প্রচারসহ বিভিন্ন খাতে কত খরচ হয়েছে, সেটিও জানায়নি। বিষয়টি নিয়ে হতবাক সিনেমাটির তারকা রণবীর কাপুর, রেশমিকা মান্দানা ও তৃপ্তি দিমরি। তারা একাধিক ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে শঙ্কার কথাও প্রকাশ করেছেন। শুধু তারাই নন, সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নেতিবাচক আলোচনা চলছে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই এমন কাণ্ড-কারখানাকে ভালো চোখে দেখছেন না কেউ-ই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *