জাতীয় দলের নেতৃত্ব নেওয়ার স্বপ্ন দেখেন তাসকিন
বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং ইউনিটের নেতা তাসকিন আহমেদ। বিপিএলে খেলছেন দুর্দান্ত খেলছেন দুর্দান্ত ঢাকার হয়ে। ওয়ানডে বিশ্বকাপের পর চোট পেয়ে ২২ গজের বাহিরে রয়েছেন তিনি। তবে আজ আসরের প্রথম ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে আবার মাঠে ফিরবেন তাসকিন। দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত হলেও তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে এই ঢাকাইয়া এক্সপ্রেসকে। তবে সহ-অধিনায়ক নয় জাতীয় দলের নেতা হওয়ার ইচ্ছে রয়েছে তার। গতকাল ম্যাচের আগের দিন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটি জানিয়েছেন তাসকিন।
সাধারণত তাসকিনকে দেখা যায় ২২ গড়ে ঝড় তুলতে। বিপিএলে আলাদা কোনো কিছু নয়। টুর্নামেন্টটির গত আসরেও ঢাকার হয়ে খেলেছিলেন তাসকিন। সেই আসরে অবশ্য সব ম্যাচে খেলতে পারেননি তিনি। নয়টি ম্যাচ খেলে ৬.০২ ইকোনমি রেটে দশ উইকেট নেন তিনি। সেরা বোলিং ফিগার নয় রান খরচায় চার উইকেট। এবারের আসরেও তিনি নিজের সেই ছন্দ ফিরিয়ে আনতে চান নাকি জানতে চাইলে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। তাছাড়া বলে অনেক সময় অনেক কিছু হয় না। লক্ষ্য থাকবে নিজের মূল শক্তির জায়গাটা ঠিক রেখে কি ভাবে আরও ভালো কিছু করতে পারি।’
এবার দুর্দান্ত ঢাকাকে সামনে থেকে নেতৃত্ব দিবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়াও দুর্দান্ত ঢাকার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তাসকিন। নিজের দল নিয়ে তাসকিন বলেন, ‘আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছে, মোসাদ্দেক আছে, আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়ত প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে অনেক সময় সঠিক সময়ে পাওয়া যাবে না। যে দলটা আছে এটাই যদি গুছিয়ে, ইউনিটি নিয়ে খেলতে পারি অবশ্যই ভালো কিছু হবে।’ ভবিষ্যতে জাতীয় দলে নেতৃত্ব দেয়া নিয়ে তার বক্তব্য, ‘জ্বী, অবশ্যই (বাংলাদেশ দলের অধিনায়ক হতে চাই)। কেন না, সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।’
দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছেন তাসকিন। জাতীয় দলকে থেকে পাওয়া নিজের অভিজ্ঞা গুলো নিজের ফ্র্যাঞ্চাইজির প্রয়োজনে ব্যবহার করবে বলে জানান এই টাইগার পেসার। এছাড়া বিপিএল নিয়ে এই জাতীয় দলের তারকা পেসার বলেন, ‘এই টুর্নামেন্টটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট। যত বেশী জমজমাট হবে, যতবেশি বড় হবে, সেটা আমাদের জন্যই ভালো।’ সেই সাথে তিনি আরও বলেন, ‘একই সময় অনেকগুলো লিগ চলার করণে অনেক বড় খেলোয়াড়কে পাচ্ছি না আমরা। এটার কারণে আগের থেকে বর্তমানে এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা কম হয়।’