ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াাউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম.এ মজিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে আলোচনা সভায় ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম ও প্রভাষক জাহাঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমন বাংলাদেশকে সুখি সমৃদ্ধ রাষ্ট্র তৈরী ও তার রূপরেখা প্রণয়ন করেছিলেন। তার ১৯ দফা কর্মসুচি সেই স্বপ্নেরই অংশ। তিনি বলেন, তাবেদারের দাসত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করার উদ্যোগ নেয়া মুহুর্ত তাকে নির্মম ভাবে শহীদ করা হয়। তার এই হত্যার পেছনে ছিল সুগভীর ষড়যন্ত্র”। আলোচনা শেষে শহীদ জিয়াাউর রহমানের রুহের শান্তি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

825 thoughts on “ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *