ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৮
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদিন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন ডেঙ্গু রোগী।
শনিবার (২০ জানুয়ারি) ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন ও ঢাকার বাইরের ১২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮২১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫২৩ জন। বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৫৯ জন এবং ঢাকার বাইরের ৮৮ জন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩২ জন এবং ঢাকার বাইরের ৪২৯ জন।
মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪৭ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে।
how to index backlink ? watch this