ফিফা দ্য বেস্ট ও ব্যালন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে: রোনালদো

Share Now..

চলতি মাসেই ফিফার সেরা ফুটবলার ‘ফিফা দ্য বেস্ট’ জিতেছেন লিওনেল মেসি। এর আগে অষ্টম ব্যালন ডি’অর জেতেন এই আর্জেন্টাইন সুপারস্টার। ট্রেবলজয়ী ম্যানসিটি তারকা আর্লিং হালান্ডকে পেছনে ফেলে এই দুই পুরস্কার জেতেন এলএমটেন। মেসির এই দুই পুরস্কার পাওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। সেই সমালোচনার এবার নাম লিখালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

সংবাদমাধ্যম ‘রেকর্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি মনে করি, এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। আমাদের পুরো মৌসুম বিশ্লেষণ করতে হবে। এর মানে এই না যে মেসি অথবা হলান্ড কিংবা এমবাপ্পে এই পুরস্কারের যোগ্য না। আমি এসব পুরস্কারেই আর বিশ্বাস করি না।’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার আরও বলেন, ‘এসব বলার কারণ এটা নয় যে আমি গ্লোব সকার পুরস্কার জিতেছি। কিন্তু এটাই সত্য। সংখ্যাগুলো স্পষ্ট এবং এটা মিথ্যা বলে না। তারা আমার থেকে এই পুরস্কারটা কেড়ে নিতে পারেনি। কারণ এটা বাস্তব। আমি খুশি কারণ সংখ্যা আসলেই একটা বড় সত্য।’ 

899 thoughts on “ফিফা দ্য বেস্ট ও ব্যালন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে: রোনালদো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *