কালীগঞ্জে বেদেপল্লীর নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদেপল্লীর নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসাবে চাদর বিতরণ করেছে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান। শনিবার (২৭ জানুয়ারী) বিকেলে বারবাজার বাদেডিহি ও কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের বেদে পল্লীতে ৪শত জন বেদে সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর বেদে মেয়েরাই প্রধানত কাজের উদ্দেশ্যে বাইরে যায়। এই মেয়েরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ছুটে বেড়ায়। তাদের আদি সার্বজনীন পেশা হলো কবিরাজি আর ভেষজ ওষুধ বিক্রি করা। এছাড়া ঝাড়ফুঁক, শিঙ্গা লাগানো ব্যথা দূর করতে গরুর শিং দিয়ে রক্ত টেনে আনা, দাঁতের চিকিৎসা, বানর খেলা, যাদু দেখানো এসব কাজ করে থাকে। গোত্রভেদে কাজের ধরণ আলাদা হয়ে থাকে। শীতবস্ত্র বিতরণের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার বলেন, পারিবারিক, সমাজিক নিরাপত্তার জন্য পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে আপনারা আইনি সহায়তা গ্রহণ করবেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) ইমরান হোসেন, সদর সার্কেল মীর আবিদুর রহমান এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু আজিফ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *