রাখাইনের রাজধানীতে কারফিউ
Share Now..
বিদ্রোহী ও জান্তা বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত মিয়ানমার। বিদ্রোহীদের একের পর এক হামলায় কোণঠাসা হয়েছে দেশটির জান্তা সরকার। স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন প্রদেশের রাজধানী সিত্তেতে গতকাল বৃহস্পতিবার কারফিউ জারি করা হয়েছে।
বাসিন্দারা জানান, সিত্তেতে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ভোর চারটা পর্যন্ত কারফিউ। স্থানীয় জান্তা প্রশাসন বিকেল পাঁচটায় এ কারফিউয়ের ঘোষণা দেন।
একজন বাসিন্দা বলেছেন, হাত মাইক এবং লাউডস্পিকার করে এই কারফিউ ঘোষণা করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে রাতে বের হওয়া লোকদের সতর্ক করা হয়। সিত্তে পৌরসভা ছাড়াও এর সংলগ্ন এলাকায় এ কারফিউ জারি করা হয়।