খায়রুল-সাদিয়ার ‘ভালোবাসা ৫ টন’

Share Now..

এই ভালোবাসা দিবসে আসছে মারুফ হোসেন সজীবের গল্প ও নির্মাণে একক নাটক ‘ভালোবাসা ৫ টন’।

গল্পে জুটি বেঁধে কাজ করছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। আরও অভিনয় করেছেন সাজু খাদেম, মিলি বাসার, মাসুম বাসারসহ অনেকে। 

এই নাটক প্রসঙ্গে নির্মাতা মারুফ হোসেন সজিব বলেন, ভালোবাসা দিবসকে মাথায় রেখে এই জনপ্রিয় জুটিকে নিয়ে খুব সুন্দর একটি গল্প বানিয়েছি। রোমান্টিক-কমেডি জনরার একটি গল্প। খাইরুল বাশার ও সাদিয়া আয়মান সুন্দর দুটি চরিত্রে অভিনয় করেছে।

এছাড়া সাজু খাদেমের চরিত্রটি ও খুব মজার, কাল্পনিক দেবদাস চরিত্রে অভিনয় করেছেন তিনি। আশা করি এই ভালোবাসা দিবসে আমার দর্শকদের এই কাজটি খুব ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *