‘চাইলে সবসময়ই ভালোবাসা যায়’

Share Now..

ক’দিন আগেই বিবাহিত জীবনের এক বছর পার করলেন অভিনেত্রী কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। তবু দর্শকপ্রিয় এই জুটির প্রেমের সময় থেকে এখন অবধি ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের জানার আগ্রহ শেষ হয়নি।

তারা কখন কোথায় যাচ্ছেন, কী করছেন, একে অপরকে কী উপহার দিচ্ছেন তা জানার জন্য মুখিয়ে থাকেন। কিয়ারাও ভক্তদের কথা মাথায় রেখে নিয়মিতই নিজেদের আপডেট জানান দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি কথা বলেন গণমাধ্যমেও।

সম্প্রতি কিয়ারা-সিদ্ধার্থ একটি হোটেলের উদ্বোধনে দুবাই যান। সেখান যেতেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় তাদের। সেখানে তাদের দাম্পত্যজীবনসহ ভালোবাসা দিবসে তারা বিশেষ কী করছেন!—এমন নানা প্রশ্নের সম্মুখীন হন। কিয়ারাও বিষয়গুলো নিয়ে হাসিমুখেই উত্তর দেন। কিয়ারা বলেন, ‘ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস বা বিবাহবার্ষিকীর দিনটিই শুধু নয়। আমার কাছে পুরো মাসটাই স্পেশাল। চাইলে সবসময়ই ভালোবাসা যায়। তাই আমরা সবগুলো দিনই নতুন করে সাজাতে চেষ্টা করি। আনন্দে কাটানোর চেষ্টা করি। এমনকি সামনের দিনগুলোও বিশেষভাবে কাটিয়ে দিতে চাই।’

তবে শুধু কিয়ারা একা নন, বরাবরই ব্যক্তিজীবন আড়াল করা সিদ্ধার্থও এদিন নিজেদের সম্পর্কে নানা কথা শেয়ার করেন গণমাধ্যমে। উল্লেখ্য, চলতি বছর একাধিক আলোচিত সিনেমা নিয়ে পর্দায় আসবেন কিয়ারা-সিদ্ধার্থ। এছাড়া শোনা যাচ্ছে বিয়ের পর প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *