টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা, ফিরেছেন বোল্ট

Share Now..

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই সিরিজের মধ্য দিয়ে প্রায় দেড় বছর পর আবারও সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। এর আগে ২০২২ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দেখা যায়। 

আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির জন্য তাকে দলের সঙ্গে যুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও গেল বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে ছিলেন এই কিউই বোলার। সেই সঙ্গে অজিদের বিপক্ষে এই সিরিজে স্বাগতিকদের সামনে থেকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

এছাড়া এই সিরিজে নিউজিল্যান্ড দলের ১৪ সদস্যের স্কোয়াডে আছেন আনক্যাপড, অলরাউন্ডার জশ ক্লার্কসন এবং রাচিন রবীন্দ্র। অন্যদিকে ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে যায় ড্যারিল মিচেল। এছাড়া সদ্য সন্তানের বাবা হওয়ায় এই সিরিজে থাকছেন না কেন উইলিয়ামসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *