আলভেজকে আর্থিক সহায়তা করায় তোপের মুখে নেইমার

Share Now..

বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবলার দানি আলভেজ। কারাদণ্ডের সঙ্গে আর্থিক জরিমানা করে আলভেজকে সাজা দিয়েছেন স্পেনের আদালত। আর আলভেজকে আর্থিক সহায়তা করে তোপের মুখে পড়েছেন আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমার।  

আলভেজকে সাড়ে ৪ বছরের কারাবাসের শাস্তি দিয়েছেন স্পেনের আদালত। সেইসঙ্গে দেড় লাখ ইউরো জরিমানা করা হয়েছে ব্রাজিলিয়ান এই ফুটবলারকে।  তবে স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, অভিযোগ প্রমাণিত হলে ৯ বছরের জেলও হতে পারতো। কিন্তু অর্থের বিনিময়ে সাজার পরিমাণ কমিয়েছেন আলভেজ। 

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের দাবি, ক্ষতিপূরণের অর্থের পুরোটাই দিয়েছে নেইমারের পরিবার। ধর্ষককে অর্থ দিয়ে সাহায্য করায় নেইমারকে ধুয়ে দিয়েছেন ব্রাজিলের ওয়ার্কাস পার্টির প্রেসিডেন্ট গ্লেইসি হফম্যান। তিনি বলেন, ‘ধর্ষক দানি আলভেজের শাস্তিটা অনুকরণীয়। এটা দেখিয়েছে, সমাজ যৌন হেনস্তাকারী আর নারীবিদ্বেষীদের বরদাস্ত করে না।’

তিনি আরও বলেন, ‘অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে সে (আলভেজ) অর্থ ধার করেছে নেইমারের কাছ থেকে। সে ক্ষতিপূরণ দিয়ে শাস্তি কমিয়েছে, যা কিনা ভুক্তভোগীর সমস্যার সমাধান করবে না। এটা তাদের যন্ত্রণাও লাঘব করতে পারবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *