স্পেনে বহুতল বাসভবনে আগুনে নিহত বেড়ে ১০

Share Now..

পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়ায় বহুতল বাসভবনে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (২৪ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছে। আগুন লাগার পর সর্বশেষ যে একজন নিখোঁজ ছিল, তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

ভ্যালেন্সিয়া শহরটি স্পেনের তৃতীয় বৃহত্তম শহর। গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ১৪ তলা ভবনের চার তলা থেকে আগুনের সূত্রপাত। পরে তা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল বাতাসের কারণে আধা ঘণ্টার মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

ভ্যালেন্সিয়ার সরকারী প্রতিনিধি  পিলার বার্নাবে সাংবাদিকদের জানিয়েছেন, ফরেনসিক পুলিশ ভবনের ভিতরে সর্বশেষ মৃতদেহটি খুঁজে পেয়েছে। তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ডিএনএ পরীক্ষা করবে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি ফায়ার সার্ভিসের কর্মীদেরও প্রশংসা করেছেন।

পিলার বার্নাবে বলেছেন, আগুন লাগার সময় দুটি ভবনে কতজন লোক ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রায় ১৪০টি অ্যাপার্টমেন্ট ছিল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *