পোশাকে ‘আরবি প্রিন্ট’ থাকায় পাকিস্তানে নারীকে হেনস্থা

Share Now..

আরবি হরফ প্রিন্ট করা একটি পোশাক পরে স্বামীর সঙ্গে লাহোরের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন পাকিস্তানের এক নারী। উত্তেজিত জনতা আরবি হরফকে কোরআনের আয়াত মনে করে ওই নারীকে অনেক্ষণ আটকে রাখে।

নারীর পোশাকের আরবি হরফ দেখে লোকজন তার বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ আনে। লোকজন নারীকে তার পোশাক খুলতে বলে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

পুলিশের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, হাত দিয়ে মুখ ঢেকে রেখেছেন ওই নারী। এ সময় লোকেরা তাকে ঘিরে রাখে ও স্লোগান দেয়। এক নারী পুলিশ তাকে হাত ধরে ভিড় থেকে অক্ষত অবস্থায় বের করে নিয়ে যায়।

সৈয়দা শেহরবানো নাকভি নামে ওই নারী পুলিশ সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন। তিনি বলেন, ওই নারী তার স্বামীর সঙ্গে কেনাকাটা করতে এসেছেন। তার পরনে থাকা পোশাকে আরবি হরফে কিছু লেখা ছিল। সাধারণ মানুষ এটি দেখে তাকে পোশাক খুলতে বলে। বিষয়টি খুবই বিভ্রান্তিকর।

ভুক্তভোগী নারীকে থানায় নেওয়ার তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য ক্ষমা চান। তার মতে, পোশাকটির ডিজাইন ভালো লাগায় এটি কিনেছিলেন। ধর্মীয় অনুভীতিতে আঘাত দেওয়া তার উদ্দেশ্য ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *