অরক্ষিত রেল ক্রসিং পার হবার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দর্শনায় অরক্ষিত রেললাইন পারাপারের সময় মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লেগে আসাদুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার (২৫ ফেব্রæয়ারী) বিকালে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুরে রেফার্ড করেন। রবিবার রাতেই ফরিদপুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ ও এলাকাবাসিরা জানান, দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের মৃতঃ গোলাম আলির ছেলে আসাদুল হক রবিবার বিকেলে মাঠের কৃষি কাজ শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় জয়নগর-শ্যামপুর অরক্ষিত ২ নম্বর রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দর্শনা রেলবন্দর থেকে ছেড়ে আসা ভারতগামি মালবাহী ট্রেনের ইঞ্জিনের সাথে বাইসাইকেল সহ বেঁধে যায়। ইঞ্জিনের সাথে টেনে হেচড়ে বেশ কিছুদূর গিয়ে ছিটকে পড়ে ওই বৃদ্ধ। এলাকাবাসির সহযোগিতায় প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও পরে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পর রাত ১১ টারদিকে সে মারা যায়। সোমবার (২৬ ফেব্রæয়ারি) সকালে তার লাশ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। দর্শনা রেলওয়ে পুলিশ ইন্সপেক্টর এম জাকারিয়া জানান, ঘটনার পরপরই তাকে দেখতে আহতের বাড়িতে গিয়েছিলাম। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান ঘটনাটি শুনেছি।