মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইমাম পরিষদের বর্ণাঢ্য র্যালি
\ স্টাফ রিপোর্টার \
এই শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) বিকাল ৫ টায় এই র্যালির আয়োজন করে কালীগঞ্জ ইমাম পরিষদ।
ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল আজিম আনার তিনি এক সংক্ষিপ্ত বক্তৃতা শেষে র্যালিতে অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন এর পরিচালনায় র্যালি পুর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, হাফেজ হেদায়েত উল্লাহ, হাফেজ মাওলানা শাহীনুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ শফিক রহমান, মাওলানা সোলাইমান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের সকলকে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখতে হবে। সকলে পবিত্র রমজানের দায়িত্ব সুচারু ভাবে পালন করবো। এবং সকলের কাছে এই মাসের পবিত্রতা রক্ষার আহŸান পৌঁছে দিবো। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি মেইন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড বায়তুল আমান জামে মসজিদের সামনে এসে শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া মুনাজাত এর মাধ্যমে শেষ হয়। ইমাম পরিষদের সাথে ইসলামি আন্দোলন যোগদান করেন।