চুয়াডাঙ্গায় রমজান উপলক্ষে দোস্ত এইডের ৩’শ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার জীবননগরে বেসরকারি উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ
সোসাইটির উদ্েযাগ্যে ৩’শ দুস্ত-অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার (১০ মার্চ) বিকেলে জীবননগর স্টেডিয়াম মাঠে এ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
সাংবাদিক মিথুন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে দোস্ত এইডের নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, জীবননগর পৌর সভার সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আলী আজগর টগর (এমপি) বলেন, বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়তে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ প্রচেষ্টার অংশ হিসেবে দোস্ত এইডের মতো এ ধরনের কার্যক্রম ও উদ্যোগ সকল সময় প্রশংসার দাবিদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন
উদ্যোগ গ্রহণ করেছেন। মায়ের মমতা দিয়ে বিভিন্ন ভাতা প্রনয়নের মাধ্যমে তাদেরকে সমাজে মর্যাদাকর জায়গায় নিয়ে গেছেন।এদিকে, বিনামূল্যে পুরো পরিবারের পুরো ১ মাসের খাদ্য সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা। এদের মধ্যে অসহায় বেলির মা সখের বানু বলেন, অভাবের সংসার চালাইতে কষ্ট। কোলে করে বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করি। এখন এই ১ মাসের খাদ্য সামগ্রী পেয়ে রোজার মাসে কষ্টটা অনেকটা লাঘব হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *