সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় পাঁচজনের মরদেহ উদ্ধার

Share Now..

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় পাঁচজন ক্রস-কান্ট্রি স্কিয়ারের মরদেহ পাওয়ারস গেছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

প্রায় তিন হাজার ৭০৬ মিটার উচ্চতার টেট ব্লন্স পর্বতের কাছে এসব মরদেহ পাওয়া যায়। ষষ্ঠ ব্যক্তির খোঁজ চলছে।

আল্পস পর্বতমালা এলাকায় পর্যটনের জন্য বিখ্যাত সুইজারল্যান্ডের স্যার্মাট শহর থেকে রোববার ছয় ব্যক্তি স্কি ট্যুরে বেরিয়েছিলেন। পরে তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলে তল্লাশি শুরু করে সুইজারল্যান্ডের ভালে ক্যান্টনের পুলিশ।

খারাপ আবহাওয়া ও তুষারধসের ঝুঁকির কারণে তল্লাশি চালানো কঠিন হলেও পাঁচজনের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ। স্কিয়ারদের বয়স ২১ থেকে ৫৮-র মধ্যে বলে জানিয়েছেন তারা।

আল্পস পর্বতমালার অন্যতম উঁচু পর্বতের নাম মাটাহর্ন। চূড়ার উচ্চতা ৪ হাজার ৪৭৮ মিটার। সুইজারল্যান্ড ও ইতালি সীমান্তের মধ্যে অবস্থিত মাটাহর্ন দেখতে অনেকটা পিরামিডের মতো। এটি দেখতে প্রতিবছর অনেক পর্যটক সুইজারল্যান্ডের স্যার্মাট শহরে ভিড় জমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *