চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বরখাস্ত চেয়ে মেম্বারদের অনাস্থা প্রস্তাব পত্র দাখিল

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ১নং জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেনের স্বেচ্ছারিতা ও বিভিন্ন দুর্নীতি তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব দাখিল দাখেল করেছেন সংরক্ষিত (মহিলা) ও সাধারণ ওয়ার্ডের ১১ জন ইউপি সদস্য (মেম্বার)। মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার কাছে এই অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়। অনাস্থা প্রস্তাব দাখিলকারী মেম্বাররা হলো, মখলেছুর রহমান সদস্য, ১নং ওয়ার্ড, খোকন আলী, সদস্য, ২ নং ওয়ার্ড, আলমগীর হোসেন, সদস্য, ৩ নং ওয়ার্ড, নজরুল ইসলাম, সদস্য, ওয়ার্ড নং-০৫, রতন আলী, সদস্য, ৬ নং ওয়ার্ড, আলামিন, সদস্য, নং ০৭ ওয়ার্ড, মঈনুল ইসলাম, সদস্য, ৮ নং ওয়ার্ড, ইমরান হোসেন, সদস্য, ৯নং ওয়ার্ড, নূর জাহান বেগম, সংরক্ষিত মহিলা ওয়ার্ড (১), রাশিদা খাতুন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড (২) ও সোনিয়া আক্তার, সংরক্ষিত মহিলা ওয়ার্ড (৩)। দখিলকৃত অনাস্থা প্রস্তাব পত্রে মেম্বাররা যে সকল অভিযোগ উল্লেখ করেছেন তা হলো, প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রতি মাসে মাসিক সভার আহŸান করার নিয়ম থাকা স্বত্বেও অত্র ইউনিয়ন পরিষদে দীর্ঘ তিন মাস যাবৎ কোন সভা আহŸান করা হয় নাই। এমনকি চেয়ারম্যান সাহেব নিজ বাড়িতে বসে ইচ্ছে মতো অফিসিয়াল কাজ করে, যাহার কারণে জনসেবা মারাত্বকভাবে বিঘিœত হচ্ছে। পরিষদের বিভিন্ন বরাদ্দ যেমন টি.আর, কাবিখা, কাবিটা ইত্যাদি নিজ ইচ্ছা মতো প্রকল্প তৈরি করে খাদ্যশষ্য/টাকা আতœসাৎ করে আসছে। উল্লেখ্য যে, অত্র ইউনিয়ন পরিষদে উল্লেখিত প্রকল্পের কোন ক্রীম নাই। বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করে আসছে। তাদের নামে রাস্তা, ব্রীজ, কালভার্ট ইত্যাদির নামকরণ করার নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করছেনা। অত্র ইউনিয়ন পরিষদের আয়-ব্যায় এর হিসাবপত্র সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদেরকে অবহিত করেন না। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত ডিডবিøউ কার্ড নং: ১৬৫, কার্ড নং: ৩৭, কার্ড নং: ৪৩ সহ মোট ১৮ জন সুবিধাভোগীর নামে কার্ড থাকলেও উক্ত সুবিধাভোগীরা আজ পর্যন্ত কোনপ্রকার সুবিধা পায় নাই। উল্লেখিত দুর্নীতির কারণে আমরা আমাদের স্ব-স্ব ইউনিয়ন/ওয়ার্ডের উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে করতে পারছি না। যাহার কারণে অত্র ইউনিয়নের জনসাধারণ ইউনিয়ন পরিষদ কর্তৃক সেবা হতে বঞ্চিত হচ্ছে।প্রস্তাব স¤পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জন্য নির্বাহী অফিসারের প্রতি অনুরোধ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা জানান, ১নং জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব পত্র পেয়েছি। পরবর্তিতে আমরা বিধি মোতাবের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

43 thoughts on “চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বরখাস্ত চেয়ে মেম্বারদের অনাস্থা প্রস্তাব পত্র দাখিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *