৫ বছর পর ভারতীয় নাগরীক চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে দেশে ফিরলো

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্তে বিজিবি-বি এস এফ পতাকা বৈঠকেরপর অভিষেক (৪০) নামে এক ভারতীয নাগরীককে ফেরত পাঠানো হয়েছে। পাঁচ বছর কারাভোগ শেষে বৃহস্পতিবার (১৪ই মার্চ) বৃহস্পতিবার দুপুর সারে ১২ টায় তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও বিজিবি জানায়, ভারতের ঝাড়খন্দ জেলার বারাকাও গ্রামের বাসিন্দা বাক প্রতিবন্ধী অভিষেক কুমার অবৈধপথে রাজশাহী সীমান্তপার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয় পুলিশের হাতে আটক হয়। পরদিন তাকে রাজশাহী কারাগারে পাঠানো হলে প্রচলিত আইনে সাজাপ্রাপ্ত হন। বাক প্রতিবন্ধী হওয়ায় বহু খোজাখুজির পর তার পরিবারের মানুষ সন্ধান পায় অভিষেক বাংলাদেশের রাজশাহী কারাগারে আটক আছে। অবশেষে বৃহস্পতিবার দর্শনা সীমান্তের ৭৬ পিলারের কাছে বিজিবির কোম্পানি কমান্ডার মন মহন ও বি এস এফের কোম্পানি কমান্ডার এসি বিতাসার নেতৃত্বে পতাকা বৈঠকের পর মা পুস্পা দেবির কাছে অভিষেককে তুলে দেয়া হয়। এ সময় দুদেশের ইমিগ্রেমন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *