জাপানে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়াল সংক্রমণ

Share Now..

জাপানে উদ্বেগজনক হারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়াল সংক্রমণ। বিশেষজ্ঞরা সতর্ক করে এ কথা জানিয়েছেন। দেশটির কর্মকর্তারা এর কারণ বের করতে হিমশিম খাচ্ছেন। —দ্য গার্ডিয়ান

আশঙ্কা করা হচ্ছে, ২০২৪ সালে সংক্রমণের হার গত বছরের রেকর্ড সংখ্যাকে ছাড়িয়ে যাবে। গ্রুপ এ স্ট্রেপ্টোকোকাল রোগের এই প্রাণঘাতী ধরনটি আরো ছড়াতে থাকবে বলে উদ্বেগ বাড়ছে।

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজেস (এনআইআইডি) জানিয়েছে, স্ট্রেপ্টোকোকালের ফুলমিনান্ট (তীব্র ও আকস্মিক) রূপগুলোর পিছনে প্রক্রিয়া সম্পর্কিত অনেকগুলো অজানা কারণ রয়েছে এবং আমরা সেগুলো ব্যাখ্যা করার মতো পর্যায়ে নেই।

এনআইআইডির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এই সংক্রমণে ৯৪১ জন আক্রান্ত হয়। কিন্তু ২০২৪ সালের প্রথম দুই মাসেই ৩৭৮টি সংক্রমণের খবর রেকর্ড করা হয়েছে। যখন বিবেচনা করা হয় এই রোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে বয়স্করা, তখন দেখা গেছে গ্রুপ এ স্ট্রেইনের কারণে ৫০ বছরের নিচের বয়সিদের মৃত্যু হার বেশি।

এই সংক্রমণের জন্য মূলত স্ট্রেপ্টোকোকাস পাইজেনেস নামক ব্যাকটেরিয়া দায়ী, যা সাধারণত স্ট্রেপ এ নামে পরিচিত। এ রোগের অন্যতম লক্ষণ হলো গলাব্যথা। 

One thought on “জাপানে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়াল সংক্রমণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *