ঝিনাইদহে ৫২১ কোটি টাকার কলার বাজার ৫ হাজার ১০ হেক্টর জমিতে আবাদ

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ জেলায় কলার আবাদ বৃদ্ধি পাচ্ছে। লাভজনক হওয়ায় গত বছরের তুলনায় এ বছর কলার চাষ বেশি হয়েছে। ঝিনাইদহ কৃষি বিভাগের দেয়া তথ্যমতে জেলায় এবার ৫ হাজার ১০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। জেলার ছয় উপজেলার মাঠের পর মাঠ জুড়ে কলার আবাদ চোখে পড়ছে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহের কৃষকরা ফল ও সবজি হিসেবে কলার আবাদ করেন। ফলে জেলা বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছয়টিরও বেশি পাইকার কলার বাজার। ঝিনাইদহের কলা ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৪০টি জেলায় যাচ্ছে। চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় কলা উৎপাদন হবে ১ লাখ ৫৫ হাজার ৮৫০ মেট্রিক টন, যার বাজারমূল্য ৫২১ কোটি টাকা। হরিণাকুন্ডুর কলা চাষি আজাদ রহমান পান্নু জানান, ঝিনাইদহ জেলায় চাঁপাকলা, ধুপছায়া, সবরি, কাচকলা ও সাগর জাতের কলা খুবই উন্নত। এই জাতের কলা ২০০ থেকে ৩০০ টাকা কাঁদি আগে বিক্রি হলেও এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০০ থেকে হাজার টাকা দরে। এসব কলার মধ্যে চাঁপাকলা ও ধুপছায়া কলার চাহিদা সবচেয়ে বেশি। কুমিল্লা অঞ্চলে ধুপছায়া কলা ব্যাপকভাবে চলে। সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠে পুকুর পাড়ে কলা চাষ করে সফল হয়েঝেন জীবনা গ্রামের আয়নাল হোসেন। তিনি এ মওসুমে কয়েক লাখ টাকার কলা বিক্রি করেছেন। ঝিনাইদহ পবহাটি কলা হাটের ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নরসিংদী, খুলনা, বরিশাল, নেয়াখালী, ফরিদপুর ও কুমিল্লাসহ দেশের ৪০টি জেলার ঝিনাইদহের কলা যাচ্ছে। ব্যবসায়ী দিদারুল ইসলাম জানান, তিনি নিয়মিত কলা কিনে সাতক্ষীরায় পাঠান। তিনি জানান, গড়ে প্রতিদিন ১ লাখ টাকার কলা কিনে থাকেন। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতর ঝিনাইদহের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী জানান, ঝিনাইদহের কলা ব্র্যান্ডিং পণ্য হিসেবে পরিচিত লাভ করেছে। ঝিনাইদহে এবার ৫ হাজার ১০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৫০ মেট্রিক টন, যার বাজার মূল্য ৫২১ কোটি টাকার উপরে। হেক্টর প্রতি কলার গড় উৎপাদন ৩১ মেট্রিক টন, যার দাম ১০ লাখ টাকা। তিনি আরো জানান, এক হেক্টর জমিতে ২৫শ’ থেকে তিন হাজার কলা গাছ হয়। আর পরিপক্ক কলার কাঁদি হয় ২৫শ’। এক বিঘা জমিতে ৩শ’ থেকে ৪শ’ কলাগাছ লাগানো যায়।

13 thoughts on “ঝিনাইদহে ৫২১ কোটি টাকার কলার বাজার ৫ হাজার ১০ হেক্টর জমিতে আবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *