‘ক্রু’র ট্রেলারে নজর কাড়লেন তারা
মুক্তি পেল বলিউডের বহুপ্রতীক্ষিত ক্রু সিনেমার ট্রেলার। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তিন বলিউড অভিনেত্রী টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যানন। কমেডি ধাঁচের সিনেমাটির ট্রেলারেই নজর কাড়লেন জনপ্রিয় এই তিন অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ১৬ মার্চ মুক্তি পেল ক্রু সিনেমার ট্রেলার। কমেডি ঘরানার এ সিনেমাতে কারিনা কাপুর, কৃতি শ্যানন ও টাবুকে দেখা যাবে বিমানসেবিকা হিসেবে। আর তারা যে সংস্থার বিমানসেবিকা সেই সংস্থার কর্ণধার হলেন শাশ্বত চট্টোপাধ্যায়।
শনিবার (১৬ মার্চ) সিনেমার ট্রেলার পোস্ট করে কারিনা কাপুর লেখেন, তৈরি হন! আমাদের ক্রু আপনাকে সাংঘাতিক সফরে নিয়ে যেতে তৈরি।
সিনেমাটি বালাজি টেলিফিল্মস ও অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশনস নেটওয়ার্ক প্রযোজিত। পরিচালনা করেছেন প্রতিভাবান পরিচালক রাজেশ এ কৃষ্ণণ।
Find your favorite online game and start playing! Lucky Cola
To make things even more exciting, 20Bet Asia offers incredible promotions. New players can claim a welcome bonus, while loyal users receive regular rewards like cashback and free spins. With so many perks, every spin becomes even more rewarding. Ready to experience top-tier slot games? Sign up at 20Bet Asia today and start spinning for big wins!