চুয়াডাঙ্গায় সাশ্রয়ী মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করছে পুনাক

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
পবিত্র রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় নারী কল্যান সমিতির (পুনাক) আয়োজনে সাশ্রয়ী মূল্যে প্রান্তিক নারীদের মাঝে পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার (১৭ই মার্চ) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে সপ্তাহ ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী পুলিশ সুপার পতিœ জান্নাতুল ফেরদৌস। চুয়াডাঙ্গা পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস জানান, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রান্তিক নারীদের মাঝে সপ্তাহব্যাপী ১০ রকমের পণ্য বিক্রয় করা হবে যা বাজার মূল্যের অর্ধেক দামে। প্রথম দিনে ১০৫ জন প্রান্তিক নারীদের মাঝে এসব পণ্য বিক্রয় করা হয়। সোমবার (১৮ মার্চ) থেকে প্রতিদিন বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এসব পণ্য বিক্রি। এই সময়ের মধ্যে যতজন প্রান্তিক নারী পণ্য ক্রয় করতে আসবে সবাইকে সাশ্রয় মূল্যে পণ্য দেওয়া হবে। চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির নিজস্ব তহবিল থেকে চাউল ২৫ টাকা, ডাল ৪০টাকা, তৈল ৮০ টাকা, চিনি ৬৮ টাকা, আলু ১৫ টাকা, পেঁয়াজ ২৮ টাকা, ছোলা ৫০ টাকা, মুড়ি ৬৪ টাকা, বেসন ৪৫ টাকা এবং খেজুর ৮৫ টাকা কেজি দরে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, পুনাকের সাধারণ সম্পাদক জােবাইদা আক্তার, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: হুমায়রা আক্তার প্রমুখ।

One thought on “চুয়াডাঙ্গায় সাশ্রয়ী মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করছে পুনাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *