মহেশপুরে শিক্ষক সমিতির সভাপতির হাতে প্রধান শিক্ষক লাঞ্চিত তদন্তে ধরা
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১৫নং কুশাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গঠিত তদন্ত টিম শিক্ষক লাঞ্চিত হওয়ার বিষয়টির সত্যতা পেয়েছেন। মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর থেকে জানা গেছে, গত জানুয়ারি মাসে প্রধান শিক্ষক আক্তার হোসেনকে লাঞ্চিত করেন মহেশপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আযম ইকবাল ঝড় ও স্বরুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ আলমগীর সিদ্দিকী রানা। তারা অফিসে ঢুকে চেয়ার তুলে প্রধান শিক্ষককে মারতে উদ্যোত হন। প্রধান শিক্ষক আক্তার হোসেন অভিযোগ করেন, তার স্কুলের সহকারী শিক্ষক রওশন আরা তিন বছর ধরে ঠিক মতো ক্লাস করেন না। স্কুলে আসলেও তিনি ১২টার পর নিয়মিত স্কুল ত্যাগ করে বাড়ি চলে যান। রওশন আরাকে ঠিকমতো স্কুল করার বিষয়টি জানালে ক্ষুদ্ধ হন তার ছেলে স্বরুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ আলমগীর সিদ্দিকী রানা। গত ২ জানুয়ারি রানা ও মহেশপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আযম ইকবাল ঝড় কুশাডাঙ্গা স্কুলে এসে প্রথমে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং অফিস কক্ষে অন্যান্য শিক্ষকদের সামনে চেয়ার তুলে মারতে যান। এ ঘটনার প্রেক্ষিতে প্রধান শিক্ষক আক্তার হোসেন মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে লিখিত অভিযোগ দেন। প্রধান শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মহেশপুর উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে নিয়োজিত শিক্ষা অফিসার আব্দুল খালেক আব্বাসী গত ১৩ মার্চ তদন্ত করে ঘটনার সত্যতা পান। তদন্তকালে কুশাডাঙ্গা সরকারী প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক শামিমা আফরোজ, তাসলিমা সুলতানা, তিতাস উদ্দীন, নিরুপম কুমার হালদার, ফাতিমা খাতুন, সাবিনা খাতুন, সাদিয়া আফরোজ ও দপ্তরী আবুল হাসান শিক্ষক মাহবুব আযম ইকবাল ঝড়ু ও আরিফ আলমগীর সিদ্দিকী রানার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন। লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, এই অনাক্ষাংকিত ঘটনায় তারা সবাই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এদিকে তদন্তে ফেঁসে গিয়ে সহকারী শিক্ষক আরিফ আলমগীর সিদ্দিকী রানা নামে-বেনামে বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষক আক্তার হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া এলাকার কিছু টাউট বাটপার সাংবাদিক পরিচয় দিয়ে প্রধান শিক্ষককে মুঠোফোন হুমকী দিচ্ছেন বলেন আক্তার হোসেন জানান। বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, তদন্তে শিক্ষক লাঞ্চিত করার বিষয়টি সত্য প্রমানিত হয়েছে। এখন উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি লিখিত ভাবে জানানো হবে।
Hi, Neat post. There is an issue along with your web
site in web explorer, may check this? IE still is the marketplace leader and a large section of other folks will pass over
your magnificent writing because of this problem.
I was wondering if you ever considered changing the structure of your blog?
Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better.
Youve got an awful lot of text for only having 1 or 2 pictures.
Maybe you could space it out better?
Very good post. I’m going through some of these issues as
well..
can you buy generic clomid without a prescription: clomid manufacturer coupon – can i buy generic clomid
Explore new realms in our online MMORPGs! Lucky Cola