স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়লেন মোস্তাফিজ-জাকের
Share Now..
শ্রীলঙ্কার ইনিংসের শেষ তিন ওভারে দুই মাঠে আসলো স্ট্রেচার। প্রথমে সেই স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন পেসার মোস্তাফিজুর রহমান। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ফিল্ডার জাকের আলি অনিককে।
ইনিংসের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন মোস্তাফিজ। প্রথম বলটা করেন ওয়াইড। পরের বল করতে এসে রান আপ শুরু করেও শেষ করতে পারেননি। শেষ পর্যন্ত জাকের আলি ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ফিজ।
এর এক ওভার পরেই সেই স্ট্রেচারে চড়তে হয়েছে জাকেরকে। ইনিংসের শেষ ওভারে তাসকিনের বলে প্রমোদ মাদুশানের ক্যাচ নিতে গিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে বেশ জোড়ে ধাক্কা খান জাকের। বিজয় ক্যাচ নিলেও বেশ আঘাত পান জাকের। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনিও।
Unleash your inner warrior in our online games! Lucky Cola