হাইস্কোরিং ম্যাচের সম্ভাবনা, টস নিয়ে চিন্তিত লঙ্কানরা

Share Now..

চট্টগ্রামে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ নিয়ে খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ দর্শক সব মহলে কাজ করছে বাড়তি উত্তেজনা। ওয়ানডে সিরিজ নির্ধারণী এই ম্যাচটি দিনে হওয়ার কারণে এই ম্যাচে অনেক রান হবে বলে মনে করেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ। তাই তাদের পরিকল্পনা শুধুই টস নিয়ে।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার লঙ্কানদের চোখ ওয়ানডে সিরিজের ওপর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে ৬ উইকেটের হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে তিন উইকেট জয় তুলে নেয় সফরকারী লঙ্কানরা। সিরিজের শেষ ম্যাচে আজ সকাল ১০টায় সাগরিকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নামবে কুশাল মেন্ডিসের দল। সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কার দলের কোচ সহকারী কোচ নাভিদ নেওয়াজ । এই লঙ্কান কোচে কথায় স্পষ্ট সিরিজ জিততে মরিয়া হয়ে আছে সফরকারীরা। সিরিজের আগের দুই ম্যাচ দিবারাত্রি ম্যাচ হলেও সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ফলে ম্যাচটা দিনের আলোতেই অনুষ্ঠিত হবে। যার কারণে এই ম্যাচে কুয়াশা নিয়ে বাড়তি ঝামেলা পোহাতে হবে না কোনো দলেরই। এই ম্যাচ নিয়ে এই লঙ্কান কোচ বলেন, ‘এই ম্যাচে একটা বিষয় নিশ্চিত ভাবে বলতে পারি, এই ম্যাচে কুয়াশা থাকবে না। এতে দুই দলই সমান-সমান সুবিধা পাবে।’

এছাড়াও সাগরিকার উইকেট নিয়ে এই লঙ্কান কোচ বলেন, ‘প্রথম দুই ম্যাচে দেখেছি, এটি ব্যাটিং সহায়ক উইকেট। আশা করি আজকে অনেক রান হবে।’ অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচ নিয়ে নাভিদ বলেন, ‘প্রথম ম্যাচে আমরা খুব বেশি ভালো বল করতে পারিনি। কারণ প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংসে অনেক কুয়াশা ছিল। স্পিনাদের বল করতে অনকে সমস্যা হয়েছে।’ সেই সঙ্গে দ্বিতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে ৪ উইকেট শিকার করেন দলটির তারকা অলরান্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই অলরাউন্ডারকে নিয়ে দলটির সহকারী কোচ বলেন ‘যদিও সেই ম্যাচে কন্ডিশন ভালো ছিল বোলাদের জন্য। সে সব ফরম্যাটে ভালো বোলার হিসেবে পরিচিত। শ্রীলঙ্কার হয়ে সে আগেও অনেকবার এমনটা করে দেখিয়েছে। কন্ডিশন তার পক্ষে থাকার কারণে সে দারুণ বল করে অনেক ম্যাচ জেতাতে সাহায্য করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *