হানিফ সংকেতের ‘যুগের হুজুগে’

Share Now..

প্রতি বছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন নন্দিত নির্মাতা-উপস্থাপক হানিফ সংকেত। বরাবরের মতো এবারও তিনি নির্মাণ করেছেন পারিবারিক গল্পে সামাজিক বক্তব্যনির্ভর নাটক। নাম ‘যুগের হুজুগে’। একটি পরিবারের বাবা-মা, ছেলে-বউ ও তাদের সন্তানকে নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প।

হানিফ সংকেত বলেন, ‘আমি নিয়মিত নাটক করি না। বছরে দুটি নাটক নির্মাণ করি। তাই এমনভাবে নাটক নির্মাণের চেষ্টা করি, যাতে পরিবারের সবাই মিলে দেখতে পারেন। নাটকের গল্পের মাধ্যমেও সমাজের ক্ষতগুলোকে তুলে ধরতে চেষ্টা করি।’ তিনি বলেন, ‘প্রযুক্তির যেমন সু-যুক্তি আছে, তেমনি কু-যুক্তিও রয়েছে। অর্থাৎ কেউ বা নাচে যুগের তালে, কেউবা হুজুগেই নাচে। প্রযুক্তির প্রভাবে সম্পর্কের কী অবনতি ঘটে সেসব বিষয়ই নাটকটিতে তুলে ধরতে চেষ্টা করেছি।’
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, সারিকা সাবরিন, শুভাশিষ ভৌমিক, শামীম, সিমরিন লুবাবা, নজরুল ইসলাম, বিনয় ভদ্রসহ অনেকে।নাটকটির সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন এ.পি শুভ। নাটকটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন হানিফ সংকেত। এটিএন বাংলায় এটি প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *