চুয়াডাঙ্গায় বিদ্যুতের তারে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ভুট্টা শুকাতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে খালিদ (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ইকার উদ্দিনের ছেলে। শুক্রবার (২২ মার্চ) বেলা সারে ১১ দিকে উপজেলার মাদনা গ্রামে বাড়ির ছাদে ভুট্টা শুকাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা দর্শনা থানার মদনা গ্রামের মৃতঃ আফসার মন্ডলের ছেলে বশির মন্ডলের ঘরের ছাদে ভুট্টা শুকানোর জন্য দিনমজুরের কাজ করতে যায় একই গ্রামের ইকার উদ্দিনের ছেলে খালিদ হোসেন। অসাবধানতা বশত ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে হাত লাগলে ঘটনাস্থলেই খালিদ অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে এলাকার লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মারিস তাকে মৃত ঘোষণা করেন। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।