ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজে ঘাপলা!

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নি¤œমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান সিডিউল মোতাবেক কোন কাজ করছেন না। ঝিনাইদহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পুরাতন ভবন সংস্কার, পেইন্টিং, টাইলস, সেনেটারি, বাথরুম ফিটিংস, সুইচ স্থাপন, ইলেকট্রিক ওয়ারিং, বাউন্ডারি ওয়ালের রং, ফ্লোর টাইলস, বেসিন, মুল ভবনের দরজা-জানালা সংস্কারসহ বিভিন্ন কাজের জন্য ১১ লাখ ৩৯ হাজার টাকার দরপত্র আহবান করা হয়। টেন্ডারের মাধ্যমে কাজটি পায় মধুবন কনস্ট্রাকশন। অভিযোগ রয়েছে, দরপত্রের কার্যাদেশ অনুযায়ী এ গ্রেডের টাইলস, সেম-টু সিমেন্ট ও ১.২ এফ.এম বালি ব্যবহার করার কথা। কিন্তু ঠিকাদার ঝিনাইদহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস.এম শামীম হোসাইনের যোগসাজসে নি¤œমানের সামগ্রী ব্যবহার করছেন। ফ্লোরে সিমেন্টের পরিমাণ কম দিয়ে বালি বেশি দিয়ে টাইলস বসানো হয়েছে। এছাড়া শিরিষ কাগজ দিয়ে পুরনো ভবনের দেয়াল থেকে রং না উঠেয়ে ময়লা ও মরিচার উপর রং করা হয়েছে। এতে করে সামান্য হাতের স্পর্শে নতুন দেয়ালের রং উঠে যাচ্ছে। নাম প্রকাশ অনিচ্ছুক পরিবার পরিকল্পনা অফিসের এক কর্মকর্তা জানান, জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক প্রবীর কুমার মন্ডল নিজের রুম সাজিয়ে দিতে বলেছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীকে। এ কারণে তিনি সংস্কার কাজ তদারকি করছেন না। অভিযোগের ব্যাপারে ঠিকাদার উজ্জ্বল বলেন, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। তবে সিডিউলে কি কি কাজের উল্লেখ আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার পরামর্শ দেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস.এম শামীম হোসাইন বলেন, নির্মান কাজে কোন ত্রæটি হচ্ছে না। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *