প্রভাস কি তবে কৃতির প্রাক্তনের পথে?

Share Now..

কৃতি শ্যানন এ সময়ের বলিউডের অন্যতম নায়িকা। প্রভাসের সাথে তার প্রেমের গল্প অনেক দূর গড়ালেও সেখানেও নাকি এখন ভিন্ন সুর শোনা যাচ্ছে। এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম কৃতি শ্যনন। একের পর এক কাজের প্রস্তাব।

সম্প্রতি তার ও শাহিদ কাপুর অভিনীত ছবি ‘তেরি মে অ্যায়সা উলঝা জিয়া’ বক্স অফিসে মোটের ওপর ভালোই ফল করেছে। খুব শীঘ্রই মুক্তি পাবে তার ‘ক্রু’ ছবিটি। এরইমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। লন্ডনের রাস্তায় দেখা গেল অভিনেত্রীকে। তাও আবার এক ব্যক্তির হাতে হাত রেখে একান্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে কি পুরোনো প্রেমকে বিদায় দিয়েছেন কৃতি?

লন্ডনের রাস্তায় এক অনুরাগীর ক্যামেরাবন্দিও হন কৃতি ও সেই ব্যক্তি। জানা যাচ্ছে—মহেন্দ্র সিংহ ধোনির কাছের বন্ধুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। ছবি প্রকাশ্যে আসতেই অনুমান করছেন নেটপাড়ার একাংশ। শোনা যাচ্ছে ওই ব্যক্তি হলেন কবীর বাহিয়া। তিনি একজন উদ্যোগপতি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনি ও তার স্ত্রী সাক্ষী ঘনিষ্ঠ বন্ধু। বছরের শেষ দিনটাও নাকি কবীরের সঙ্গে দুবাইতে কাটিয়েছেন অভিনেত্রী। সাক্ষী-ধোনির সঙ্গেও কৃতি ও কবীরের ছবি রয়েছে। তারা একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন। তবে কৃতির প্রেমের গুঞ্জন বিভিন্ন সময় ছড়িয়েছে। কখনো দক্ষিণী তারকা প্রভাস কখনো আবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে জড়িয়েছে তার নাম। তবে প্রতিবারই এই জল্পনায় জল ঢেলেছেন কৃতি। গত বছরই জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। আপাতত নিজের কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব চর্চায় থাকতে চাইছেন না তিনি। তবে সাংবাদিকদের কাছে এ নিয়ে কোনো কিছুই স্বীকার করতে চাইছেন না কৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *