আগ্নেয়াস্ত্র সহ ১৩ মামলার আসামী ফজা গ্রেপ্তার
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১৩টি মামলার আসামী সজিব হোসেন ওরফে ফজা (২৫) নামের এক ডাকাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) রাত ২টার দিকে উপজেলার নওদা-বন্ডবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আটক সজিব হোসেন উপজেলার নওদা-বন্ডবিল গ্রামের মন্টু মন্ডলের ছেলে । তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা সহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের ১৩টি মামলা আছে। তথ্যটি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া। ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী সজিব চিহ্নিত ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সন্ত্রাসী, ডাকাতি ও চাঁদাবাজির উদ্দ্যেশে একটি ওয়ান শুটারগান ও গুলি তাঁর হেফাজতে রাখে। বুধবার (২৭ মার্চ) রাতে অস্ত্রধারী সন্ত্রাসী সজিব হোসেন অবৈধ অস্ত্রসহ অপরাধ সংঘটনের জন্য পায়তারা করছে। এমন সংবাদে থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একাধিক মামলার আসামী সজিবকে আটক করে পুলিশ। পরে, তার স্বীকারোক্তিতে একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করে। তিনি আরো বলেন, ‘সজিব গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন থেকে আত্মগোপনে থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সঞ্জিত কুমার তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।